শিক্ষামন্ত্রী হারুন।


আমার স্কুলে, হারুন নামের এক বন্ধু ছিল... ওকে ক্লাসের সবাই মজা করে শিক্ষামন্ত্রী ডাকতো... কারণ সে সবাইকে উচিত শিক্ষা দিত
ওমুক জুনিয়র ছেলে বেয়াদপি করেছে? খালি হারুনরে বললেই হতো... থাপ্রায়ে থুপ্রায়ে সাইজ করে আসতো
অমুক মামু, ঝালমুড়ি কম দিয়েছে? হারুনরে বললেই হতো... যেয়ে তারেও শিক্ষা দিয়ে আসতো
মজার ব্যাপার তার মোবাইল নম্বর আমার কাছে “শিক্ষামন্ত্রী হারুন” নামে এখনও সেইভ করা আছে
মাঝে মাঝে কেউ চাঁদা চেয়ে ফোন করলে, হারুনকে এখনও ফোন দিয়ে বলি; ‘দোস্ত এরে একটু শিক্ষা দিয়ে দে’
...আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী সম্ভবত এরকম কিছু একটাই ভেবেছে নিজেকে
গতকাল সকালে এবং বিকালে, তার ২টা পৃথক পৃথক ডায়লগ দেখলাম;
(১) শিক্ষার মান আগে ছিলই না, এখন মানসম্পন্ন শিক্ষা হচ্ছে
(২) কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে “সেকেন্ড টাইম” পরীক্ষা দেওয়ার সুযোগটা বন্ধ করে দেয়া হচ্ছে
... বুঝলাম না; ১ম পয়েন্ট সত্যি হলে তো আপনি নিজেই ধরা খেয়ে যাচ্ছেন। তারমানে আপনার মানসম্মত শিক্ষা নেই?
এখন এই পয়েন্ট কাউন্টার দেয়ার জন্য যদি বলেন, ‘হ্যা আমার সময় শিক্ষার মান ছিলো না কিন্তু আমি নিজ চেষ্টায় মানসম্মত শিক্ষা শিখে এসেছি’
... তাহলে তো ভাই আরো বড় প্রবলেম... কারণ, আপনি ২য় পয়েন্টে অন্য শিক্ষার্থীদের চেস্টা করার স্কোপটাও বন্ধ করে দিচ্ছেন
কেমন হলো না ব্যাপারটা?
শিক্ষামন্ত্রী হিসেবে, এমন কোনও ‘উচিত সিদ্ধান্ত’ নিয়েন না যেন এই আগামী প্রজন্মকে বলতে হয়; I was born intelligent but the education system ruined me.

লেখক ঃ আরিফ আর হোসাইন