ফেসবুকে প্রশ্ন প্রশ্ন খেলা চলতেসে। লাইক দিলেই প্রশ্ন। ভালো কথা। নতুন একটা প্রশ্নই নতুন দিগন্তের সূচনা করে। আমারেও কয়েকজন প্রশ্ন করেছে। প্রশ্নের ধরণ দেখেন
ফার্স্ট ক্রাশ কখন , ফেসবুকে কোন মেয়ের উপর ক্রাশ খাইছেন , লাইফে প্রথম কিস করছেন ইত্যাদি ইত্যাদি
বেশ মজার খেলা তাই না। হেল ইয়াহ। ক্রাশ মাশ কিস। এটা আরেকটা জিনিসও প্রকাশ করে। মানুষের পার্সোনাল আর সেক্স লাইফ নিয়ে বাঙ্গালীর অপার আগ্রহ। অমুকের ঘরে কি হইছে , অমুকের বৌ নাকি বন্ধ্যা , ওই মেয়ে ওইদিন রুম ডেট করছে, কার পর্দা ছেড়া ফাটা।
আমাদের ছেলে মেয়েদের সমস্ত আগ্রহ ওই ক্রাশ লাভ লাইফ
সেক্স লাইফ এইসব নিয়ে। জানিস শিউলি নাকি ভার্জিন না , তপু ইজ আ গ্রেট ফাকার , আল্লাহ জানিস না। সব আগ্রহ ঘুরে ফিরে ওই ভালোবাসা জি এফ ক্রাশ এইসবে আইসা থামে। ছেলে মেয়ে কেউ কারো চেয়ে কম বেহায়া না
প্রশ্ন আসলে দুই রকমের আছে। কামের প্রশ্ন আকামের প্রশ্ন। একদিন স্টিভ জবস নিজেকে প্রশ্ন করেন, এমন কোন মোবাইল কি বানানো যায়না , যেটা একদম বাটনলেস হবে। যার ফলাফল আজকের টাচস্ক্রিন স্মার্টফোন। যদিও জবস পুরোপুরি বাটনলেস করতে পারেননি। একটা বাটন রাখতে বাধ্য হয়েছিলেন। মৃত্যুর আগে জবস একটাই আক্ষেপ করেন, আমার ব্যার্থতা আমি আইফোন কে পুরোপুরি বাটনলেস করতে পারেননি।
এইগুলারে বলে কামের প্রশ্ন। একটা প্রশ্ন একটা সৃষ্টির সূচনা করে। জাকারবার্গ প্রশ্ন করে , এমন কোন সেন্ট্রালাইজড কমিউনিকেশন বেজড ডাটাবেস তৈরি করা কি সম্ভব না যার মাধ্যমে একদল মানুষ ইন্টারনেটেই সোশাল যোগাযোগ করতে পারবে ?
যার ফলাফল আজকের ফেসবুক।
আর আমাদের প্রশ্ন হইল ক্রাশ কে, কিস কারে ,বেডে কে? ভারত আমেরিকার ছেলে মেয়েরা আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে , কেন মিল্কিওয়ে ,এর বাইরে কেন নয়? আমরা তখন মানুষের বাড়ির জানালায় কান পেতে প্রশ্ন করি ,এই শুনতো খাট নড়তেসে কিনা?
ভাগ্যিস আপেলটা নিউটনের সামনে পড়েছিল বলে আজ আমরা জানি গ্র্যাভিটি কি। আমাদের সামনে পড়লে প্রশ্ন করতাম ...হাই আপেল ,আর ইউ ভার্জিন?
লেখক ঃ ওয়ারিশ আজাদ নাফি